নান্দাইলে শেরপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক- নান্দাইল আঞ্চলিক অফিস:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন-২০২০ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়েজনে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার সময় নান্দাইল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শোভন রাংসার সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত আবুল হাসেম, আনসার ভিডিপি কর্মকর্তা নূরুন্নাহার প্রমূখ। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী চারজন চেয়েরম্যান প্রার্থীর মোধ্য দুইজন সভায় উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, আগামী ২০ই অক্টোবর অনুষ্ঠিত হবে ১০ নং শেরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে শেরপুরের ৯টি ভোট কেন্দ্রে মূল্যবান ভোট প্রদান করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা।