কর্নেল আবু তাহের হত্যার ৪৬তম বার্ষিক উপলক্ষে জাসদের জেলা ও মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

স্টাফ রিপোর্টার : শোষণ মুক্তির লড়াইয়ে অকতোভয় বীর উত্তম কর্নেল আবু তাহের হত্যার ৪৬তম বার্ষিক উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে মদনবাবু রোডস্থ জাসদ কার্যালয়ে জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সহ-সভাপতি রতন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক এডভোকট শিব্বির আহমেদ লিটন, যুব জোটের সভাপতি এস এম আশরাফুল ইসলাম হিরা প্রমুখ।


এর আগে সকাল ৮টায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রিয় কমিটির পক্ষে নেত্রকোণা জেলার শ্যামগঞ্জের কাজলায় শহীদ কর্নেল তাহের বীর উত্তম এর কবরে পুস্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে সাবেক এমপি বেগম লুৎফা তাহের, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সদস্য বাবু রতন সরকার, ময়মনসিংহ জেলা জাসদ নেতা আক্তার হোসেন খান, মোঃ শহীদুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সকাল ১০টায় ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে’ দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, ও প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জরী প্রদান করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয়, জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।