ময়মনসিংহে এডাবের আয়োজনে দুই দিনব্যাপী রিপোর্ট লেখার উপর প্রশিক্ষণ

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ বিভাগের এনজিওদের নিয়ে এডাব এর আয়োজনে দুই দিনব্যাপী রিপোর্ট লেখার উপর প্রশিক্ষণ

শুরু হয়েছে।

১০ আগষ্ট বুধবার সকালে নগরীর দিঘারকান্দা আসপাডা ট্রেনিং একাডেমিতে দুইদিনব্যাপী রিপোর্ট লেখার উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে এডাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আলহাজ্ব লায়ন আবদুর রশিদ, এডাব কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক।

এসময় স্বাগত বক্তব্য রাখেন এডাব ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম রাসেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ মোফাখখার হোসেন খোকন, এডাব জামালপুর সভাপতি এনামুল হক রতন, এডাব শেরপুর সহ-সভাপতি সাজেদা পারভীন ঝিনুকঅ অনুষ্ঠানে সঞ্চালনা করেন এডাব কেন্দ্রীয় সমন্বয়কারী নূরুল আমিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এনজিও মানুষের কল্যাণে কাজ করেন। এনজিও মানুষ ও সমাজ ব্যবস্থার মান উন্নয়নে সহযোগিতা করেন। এনজিও কর্মীদের রিপোর্ট লেখার দক্ষতা থাকলে দেশ ও সমাজের জন্য কল্যাণে কাজ করতে আরো সুবিধা হবে। তাই দুইদিনব্যাপী কর্মশালায় মনযোগী হয়ে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।