উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান পুরস্কার পেলো গোপালপুর উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

রফিক বিশ্বাস, তারাকান্দা থেকে : ময়মনসিংহের তারাকান্দা উপজেলা গোপালপুর উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়)পুরস্কার পেয়েছেন।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ( বিদ্যলয়)মনোনীত হয।
বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পর্যায়ে মনোনীত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শিক্ষক,শিক্ষার্থীর মাঝে পুরস্কাব বিতারণ করা হয়।

পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ দুলাল মিঞা পুরস্কার গ্রহন করেন।