ময়মনসিংহে এডাবের তিন দিনব্যাপী লবিং ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের এনজিওদের উন্নয়ন সংস্থা এডাব ময়মনসিংহের আয়োজনে তিন দিনব্যাপী লবিং এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

গতকাল ৩১ অক্টোবর সোমবার বিকালে নগরীর দিঘারকান্দা আসপাডা ট্রেনিং একাডেমিতে তিনদিনব্যাপী লবিং এবং অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আপনি কি করতে চাচ্ছেন এবং কি করবেন অন্যদের সঠিক ভাবে বুঝানোই হচ্ছে লবিং। সুসর্ম্পক তৈরি করে আপনার কর্মদক্ষতা মাধ্যমে সঠিক কাজটি সম্পন্ন করাই লবিং। আপনারা এই কর্মশালায় যা শিখেছেন তা মাঠ পর্যায়ে প্রতিফলন দেখাতে পারলেই ছোট ছোট সমস্যাগুলো দুর হয়ে যাবে। প্রশাসনের সাথে এনজিওদের সুসর্ম্পক থাকতে হবে।

সমাপনী অনুষ্ঠানে এডাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন এডাব ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম রাসেল, সদস্য সচিব মোঃ মোফাখখার হোসেন খোকন, এডাব সদস্য মাহবুবুর রহমান, নেত্রকোণা এডাবের সদস্য কে.এম জামিল, জামালপুরের সদস্য আবু বক্কর ছিদ্দিক, শেরপুরের লাইলা ইসরাত শোভা।

এডাব কেন্দ্রীয় সমন্বয়কারী নূরুল আমিন স্বপন এর সঞ্চালনায় লবিং এবং অ্যাডভোকেসি বিষয়ের প্রশিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন সুহাদা মেহজাবিন, আলী উসমান, সুরাইয়া আক্তার। তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট সাংবাদিক নরেশ চন্দ মধু। এর গত ২৯ অক্টোবর সকালে উদ্বোধনের মাধ্যমে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।