ধোবাউড়ায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০

ধোবাউড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁচ দফার উল্লেখযোগ্য দাবীগুলো হল বেতনস্কেল পুনঃনির্ধারণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ নির্ধারণ, চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, ফারিয়ার সরকারি স্বীকৃতি প্রদান ও সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান যুক্ত করা।

এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম খান বিপ্লব, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।