বইমেলায় জঙ্গি হামলার হুমকি : আতঙ্কিত না হওয়ার আহ্বান আইজিপির

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

স্বজন ডেস্ক : বইমেলায় জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়ে পাঠানো চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এই তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আতঙ্কিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, এর আগেও হামলা চালানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি দেওয়া হয়েছিল। আমরা সব বিষয় খতিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলায় বোমা হামলা চালানোর কথা উল্লেখ করে বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদাকে একটি চিঠি পাঠানো হয়‌। চিঠিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য উল্লেখ করে হামলা চালানোর বিষয়টি জানানো হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ শুরু করে।