২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮০

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬১১টি তার মধ্যে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮০ জন। এখন পর্যন্ত ২১ লাখ ৯২ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে আর শনাক্ত হয়েছেন তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জন । ২৪ ঘণ্টায় এক হাজার ৫৪২ জন সুস্থ এবং এখন পর্যন্ত তিন লাখ সাত হাজার ১৪১ জন সুস্থ হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১০ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৮৬ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৮ দশমিক ৪৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৪ জন নারী। এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ জন পুরুষ এবং এক হাজার ৩১৪ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের ২ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে একজন এবং রংপুরে একজন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।