প্রধানমন্ত্রী ময়মনসিংহে আগমন উপলক্ষে জাসদ কার্যালয়ে ১৪ দলের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১মার্চ শনিবার ময়মনসিংহে আগমন উপলক্ষে নগরীর মদন বাবু রোডস্থ জাসদ কার্যালয়ে ১৪ দলের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সন্ধায় জাসদ কার্যালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয় । আগামী ১১ মার্চ ময়মনসিংহে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন এর সঞ্চালনায় সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, ওয়াকার্স পার্টি সভাপতি ডা: সুজিত বর্মন, মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা জাসদ সহ-সভাপতি রতন সরকার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মহানগর জাসদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাপস, ওয়াকার্স পার্টি সাধারণ সম্পাদক নিতাই রায় সহ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, আগামী ১১ মার্চ শনিবার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে মাননীয় প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে স্বরণকালের মহাসমাবেশে হবে। এ লক্ষ্যে ১৪ দল নিজ নিজ অবস্থান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে উপস্থিত হবেন।