গফরগাঁওয়ে ব্যাংকের কাউন্টারের সামনে থেকে টাকা ছিনতাই : ছিনতাইকারী আটক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের কাউন্টারের সামনে দাড়িয়ে টাকা গুনছিলেন গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের আব্দুল মমিন (৫৫)। সঙ্গে সঙ্গে এক যুবক তার টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারী পিছনে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীকে আটক করে ব্যাংকে নিয়ে আসেন। পরে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ব্যাংক থেকে ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়।

গফরগাঁও পৌরশহরের ব্যস্ততম এলাকা মধ্যবাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকে রোববার ভরদুপুরে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীর নাম নাজমুল (৩০)। সে নরসিংদী জেলার রায়পুর উপজেলার শাহীন মিয়ার ছেলে।

অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ম্যানেজার সিনিয়র পিন্সিপাল অফিসার সারোয়ার হোসেন তালুকদার জানান, রোববার দুপুরে আব্দুল মমিন নামে এক গ্রাহক সাড়ে ৮ হাজার টাকা উত্তোলন করে কাউন্টারের সামনে দাড়িয়ে টাকা গুনছিলেন। এ সময় আচমকা ওই ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ব্যাংকের নিরাপত্তাকর্মী এখলাছ উদ্দিন ছিনতাইকারীর পিছনে দৌড়াতে থাকে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে ব্যাংকে নিয়ে আসলে আমরা ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করি।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।