মসিকের করোনা রোধে ভ্রাম্যমাণ আদালতে ১৩ মামলা দায়ের

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার :

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১৩টি মামলা দায়ের করেছে। এসময় ৩ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে।


২৩ ডিসেম্বর বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের ব্যস্ততম ব্যবসায়িক কেন্দ্র গাঙ্গিনাপাড়া এলাকার বিপনিবিতান সমূহে অভিযান পরিচালনা করেন মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান।

অভিযানে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৩ মামলায় মোট ৩ হাজর ৬শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক সচেতনতায় নিয়মিত ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনা করে আসছে।

মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব জানান, ভ্রাম্যমান আদালতের এ কার্যক্রম চলমান থাকবে।