মসিকের রাস্তা ড্রেন ফুটপাত নির্মাণের পাশাপাশি নগরীকে আলোকিত করা হবে- মেয়র টিটু

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় খাগডহর ঘুন্টি ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম গেইট পর্যন্ত পোলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।


উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ নগরীর রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত নির্মান, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যস্থাপনার পাশাপাশি নগরীকে আলোকিত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।

মেয়র মোঃ ইকরামুল হক টিটু আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাসহ বিভিন্ন এলাকার সকল সড়ক ও অলিগতিতে এলইডি, সোলার, ল্যাম্পপোষ্ট লাইট স্থাপন প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আজ খাগডহর ঘুন্টি ইঞ্জিনিয়ারিং কলেজ হতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম গেইট পর্যন্ত পোলসহ বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হলো এর আগে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় হতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটির শেষ সিমানা ঝিগারগাছা পর্যন্ত সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তা আলোকিত করা হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, ২৮,২৯ ও ৩০ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, সিটি কর্পোরেশনের তত্ববধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, প্রকৌশলী জহুরুল হক, প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পরিচালক মোহাম্মদ শওকত হোসাইন খান, অক্সিকিউটিভ ডিরেক্টর মেজর ফারুক আহমেদ খান, চিফ অপারেটিং অফিসার এ এস এম জুলফিকার হায়দার সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে ৪৪.৭৫ কিলোমিটার রাস্তায় ৬ হাজার ৬৬৭টি এলইডি, সোলার, ল্যাম্পপোষ্ট লাইট স্থাপন করা হবে।