ময়মনসিংহে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের যোগ্য উত্তরসুরী বাংলাদেশ আওয়ামীলীগের সাব্কে সাধারণ সম্পাদক ও সাবেক জন প্রশাসন মন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলে ময়মনসিংহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের আয়োজনে নগরীর টাউনহল শহীদ মিনার প্রাঙ্গনেএই দোয়া মাহফিল হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা আসনের এমপি কেএম খালিদ বাবু, জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ই্উসুফ খান পাঠান বক্তব্য রাখেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু বলেন, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট ফরিদ আহমেদ, কাজি আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, যুবলীগের শাহ শওকত ওসমান লিটন, কৃষকলীগের আব্দুর রহিম মিন্টু, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ঘনিষ্ট আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি হামিদুল হকসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।