ত্রিশালের পিকনিকস্পটে গার্মেন্টকর্মী খুনের মূলহোতা শরীফ গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মিরপুর থেকে ত্রিশাল পিকনিক স্পটে আসা গার্মেন্টসকর্মী হত্যার মূলহোতাকে গ্রেফতার করেছে। তার নাম শরীফ মিজানুল হক। নেত্রকোণা জেলার পুর্বধলার জারিয়া পুর্বপাড়ার শাহাদৎ হোসেন তালুকদারের ছেলে। সোমবার তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

মামলা সুত্রে জানা গেছে, গত ১৩ মার্চ ভোর অনুমান ৫টার দিকে ওরিয়ান গ্রুপ (গার্মেন্টস) ইব্রাহিম পুলপাড়, মিরপুর-১৪, কাফরুল, ঢাকার প্রোডাকশন ম্যানেজার ইকবাল, ফোর ইনচার্জ শরিফ মিজানুল হক (৫০) এবং সিনটেক্স টেক্সটাইল মিলস এর ফিনিশিং প্রোডাকশন ম্যানেজার লিটন (৫৫)’দের নেতৃত্বে উক্ত গার্মেন্টস এর ৩০০/৩৫০ জন কর্মী (নারী/পুরুষ) ৭টি ভাড়া বাস যোগে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা করিয়া সকাল অনুমান সাড়ে ১০টার দিকে ময়মনসিংহস্থ ত্রিশাল থানাধীন কাঁঠাল ইউনিয়নের সিংরাইল গ্রামে অবস্থিত একই কোম্পানীর গ্রীন ভিলেজ পার্কে আসে।

আনন্দ ভ্রমণে আসা কর্মীরা পার্কের মধ্যে দুপুরের খাওয়া দাওয়াশেষে গান বাজনা নিয়া আনন্দ করতে থাকে। ঐ সময় পাকের মধ্যে রাখা উক্ত ৭টি বাসের মধ্যে ২নং সিরিয়ালের তাজ ট্রান্সপোর্ট মিনি সার্ভিসের মধ্যে সকলের অগোচরে উক্ত আনন্দ ভ্রমনে অজ্ঞাত কয়েকজন সহকর্মী রফিকুল ইসলাম (২৫)’কে চিকন তার বা রশি দ্বারা শ্বাসরোধ করে। হত্যাকারীরা রফিকুল ইসলামকে থ্রটলিং করে খুন করিয়া করে বাসের মধ্যে রেখে দেয়। উক্ত ঘটনায় নিহতের কুলসুমা মা বাদী হয়ে ময়মনসিংহ ত্রিশাল থানার মামলা নং-২১, তারিখ-১৪/০৩/২০২০ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করে।

মামলাটি রুজুর পর ময়মনসিংহের সুচতুর ও দায়িত্বশীল পুলিশ সুপার আহমার উজ্জামান খুনীচক্রকে গ্রেফতারে ডিবি পুলিশকে নির্দেশ দেন। ডিবির ওসি শাহ কামাল আকন্দ মামলাটিকে অধিক গুরুত্ব দিয়ে এসআই পরিমল চন্দ্র সরকারকে সাথে নিয়ে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় খুনি অবস্থান নিম্চিত হয়ে এসআই পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ সোমবার অভিযান পরিচালনা করে ঢাকা রামপুরা থেকে হত্যাকান্ডের মূলহোতা শরীফ মিজানুল হককে গ্রেফতার করে। এস আই পরিমল চন্দ্র সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্যদের তথ্য ও খুনের কারণ উদঘাটনে আসামীর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।