নান্দাইলে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতে গ্রেফতার হওয়া দপ্তরি বরখাস্ত

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

ময়মনসিংহের নান্দাইল সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি ও বিকাশ ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন দুটি ফৌজদারী মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৩ জুন তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক জানিয়েছেন। উল্লেখ্য সিংরইল গ্রামের প্রতিবন্ধী আব্দুছ ছালামের প্রতিবন্ধী ভাতার ১২ হাজার ১১১ টাকা আত্মসাৎ এবং মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।

নান্দাইল মডেল থানা পুলিশ তাকে দুটি মামলায় গ্রেফতার করে গত ১০জুন কোর্টে প্রেরণ করেন।

১৩ জুন বিজ্ঞ আদালতে তার জামিনের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।