গৌরীপুরে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৩জুলাই/২০২১) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধিনে ১৯জন কৃষাণ-কৃষাণীর মাঝে বাড়ির আঙ্গিনায় সবজি চাষের জন্য বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার নুৎফুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিকেআইবি’র সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, উপসহকারী কৃষি অফিসার সুখন রঞ্জন দাস, ফজলুর রহমান আকন্দ, সুমন চন্দ্র সরকার, কলতাপাড়া ব্লকের কৃষাণী নাছিমা আক্তার, কৃষক সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

এছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও হাসান মারুফ ৬৯০জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, ২৩০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে দুই কেজি হাইব্রিড বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪৬০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে পাঁচ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ১৯জন কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।###