নান্দাইলে মাস্ক না পরায় ১৯ জনকে ৭৮০০ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

চলমান লকডাউনকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ধারাবাহিকতায় ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সোমবার (২৬ জুলাই) দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে নান্দাইল চৌরাস্তা হয়ে তারঘাট বাজার ও মেরেঙ্গা বাজার ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল)আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১৯ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে সহায়তা সহায়তা প্রদান করেন নান্দাইল মডেল থানা পুলিশ।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর বলেন,স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক না পরার কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আমাদের এ অভিযাণ অব্যাহত থাকবে।