ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা টিকার ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১

মোঃ মিজানুর রহমান আকন্দ ফুলপুর :

ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা টিকার ভ্রাম্যমাণ রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। ফুলপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে সোমবার সাংবাদিকদের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে ফ্রী রেজিস্ট্রেশন কাজ করেছেন। পর্যায়ক্রমে পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবের এক সভায় সরকারের কার্যক্রমকে সহায়তায় জনস্বার্থে এ সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২ আগস্ট সোমবার ভ্রাম্যমান রেজিস্ট্রেশন কাজে সাংবাদিকদের মাঝে অংশ গ্রহণ করেন, মিজানুর রহমান আকন্দ, কাউন্সিলর তাসনোভা নাসরিন নিশু, নজরুল ইসলাম ফকির, সেলিম রানা, আবু রায়াহান, উজ্জল চৌধুরী, নুর হোসেন খান, বাহার উদ্দিন, মিজানুর রহমান সুজন, মিজানুর রহমান প্রমুখ। কাজের সার্বিক তদারকিতে ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, শাহ্ মোঃ নাফিউল্লাহ সৈকত।