করোনায় শনাক্তের হার দশের নিচে নামলো : সনাক্ত-২৪৩০, মৃত্যু-৭০

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

স্বজন ডেক্স : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৫৬৩ জন।

৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৪৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।