গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২২ সেপ্টেম্বর/২০২১) মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ,সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের সভাপতি মোঃ আনিছুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মো. জয়নাল আবেদিন, সৈয়দ মহি উদ্দিন, ওবায়দুল্লাহ নুরী, মো. শফিকুল ইসলাম, কৃষক ভাংনামারীর আব্দুল আজজ, কৃষাণী রামগোপালপুরের তাসমিনা আক্তার, আছিয়া আক্তার প্রমুখ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ অর্থবৎসরে কালাই চাষের জন্য ৫০জন কৃষককে ৫০বিঘা জমি চাষের প্রণোদনা হিসাবে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হয়েছে।