গৌরীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে সোমবার (১৩ ডিসেম্বর/২১) ঐতিহাসিক শহিদ হারুণ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন, শহিদদের স্মরণে নীরবতা পালন ও বিজয়ের ৫০বর্ষে পর্দাপণ উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডক্টর সামীউল আলম লিটন। তিনি বলেন, জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন, আজকের দিনে সেই অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধ, এ যুদ্ধে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশে^র সঙ্গে চ্যালেঞ্জ করে স্বপ্নের সেতু বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন করছেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বজন সমাবেশের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. কামাল হোসেন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান আরিফ, কবি অনামিকা সরকার, লুৎফা বেগম, প্রতিমা রাণী সরকার, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, স্বজন আশিকুর রহমান রাজিব, তাসাদদুল করিম, শামীম আনোয়ার।