ফুলবাড়ীয়ায় পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে বিল্লাল হোসেন (১১) ও নিরব হোসেন (১০) নামের দুই শিশু শিক্ষার্থীর মত্যু হয়েছে। তারা দু’জনেই স্থানীয় বায়তুল রসুল কওমী মাদরাসা শিক্ষার্থী।

নিহত দুই শিশু গোপিনাথপুর গ্রামের কৃষক হায়দার আলীর ছেলে বিল্লাল হোসেন ও ভ্যানচালক মফিজ উদ্দিনের ছেলে নিরব হোসেন।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে ৪-৫ সহপাঠি গোসল করার সময় নিরব হোসেন পানিতে ডুবে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে বিল্লাল হোসেন’ও পানিতে ডুবে যায়। শিশু দুটি পানির নিচ থেকে উঠে না আসায় অন্যান্য সহপাঠিরা ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন।

ভ্যান চালক মফিজ উদ্দিন জানান, বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দক্ষিণ পাশে কাদের মাস্টারের পুকুরে চার শিশু গোসল করতে গিয়ে বিল্লাল হোসেন ও আমার ছেলে নিরব পানিতে ডুবে মারা যায়।

ফুলবাড়িয়া থানার এস,আই মোক্তাদারুল হাসান জানান, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারাগেছে।

এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন তালুকদার বলেন, পাশাপাশির বাড়ির দুই শিশু পুকুরে ডুবে মৃত্যুর মর্মন্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।