উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ময়মনসিংহ মুক্ত দিবস ও ৭দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

স্টাফ রিপোর্টার :

আজ ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, বেলুন ও পায়ড়া উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দিপনায় ময়মনসিংহ মুক্ত দিবস ও ৭দিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়েছে।


আজ সকালে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, সেলিম সাজ্জাদসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উদ্বোধন শেষে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ছোট বাজার মুক্ত মঞ্চ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।