বিদায়ী চেয়ারম্যানই জেলা পরিষদের প্রশাসক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২

স্বজন ডেস্ক : দেশের ৬১ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানদেরই সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৫ অনুযায়ী, জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী (সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার দিন থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

এ অবস্থায় ‘জেলা পরিষদ আইন ২০০০’-এর ধারা ৮২ অনুযায়ী, সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ওই আইনের ধারা ৭৫-এর ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো।’