মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪
স্বজন ডেস্ক : বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুল হান্নান ছাড়া বাকিরা হোটেলটির কর্মচারী বলে জানা গেছে।পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। হান্নানকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

দগ্ধ মারুফ জানান, তারা তিনজন ওই হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, মালিবাগ মোড় এলাকার একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন ঢাকা মেডিকেলের বার্নে এসেছেন। তাদের ভর্তি নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের তিনজনের হাত-মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।