স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনারম্বর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে জেলার সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুতি নিয়েছে।
আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই সময়ে জেলায় ৭৪৭টি পুজামন্ডপে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পুজামন্ডপগুলো হলো, ময়মনসিংহ, মহানগরে ৭৬, সদর উপজেলায় ৩৬, মুক্তাগাছায় ১০৪, ফুলবাড়িয়ায় ৭০, ত্রিশালে ৭১, ভালুকায় ৬৫, গফরগাওয়ে ১৫, গৌরীপুরে ৫৭, ঈশ্বরগঞ্জে ৫৩, নান্দাইলে ২৪, ফুলপুরে ৪০, হালুয়াঘাটে ৫৪, ধোবাউড়ায় ৩২ ও তাকান্দায় ৫০টি।
ময়মনসিংহ জেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর সাহা জানান, করোনা মহামারি চলাকালীন সময় আমাদের এই পূজা আমরা উৎসবে উদযাপন করতে পারছি না।
পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকল পূজা মন্ডপে দর্শনার্থীবৃন্দের মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও শারিরীক দূরত্ব বজায় রেখে পূজা মন্ডপ পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। পূজা মন্ডপগুলোতে ইতিমদ্যেই আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।