শাহ্ আলম ভূঁইয়া নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে এর সেবা বৃদ্বির জন্য অ্যাপস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার ( ১১ অক্টোবর) নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত অ্যাপস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া।
এসময় উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক, ভেটেনারি সার্জন উজ্জল হোসাইন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে মাঠ কর্মকর্তাদের মাঝে ট্যাব সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সাধারন জনগণ গবাদি-পশু-পাখি পালনে অর্থনৈতিক আয় বৃদ্ধির লক্ষ্যে যেন সহজেই সেবা পেতে পারে এই জন্য অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। আশা করি জনগণ ঘরে বসেই প্রাণী সম্পদের সেবা পাবেন।