তেল আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হলে বিনা সরিষার আবাদ বাড়াতে হবে

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

স্টাফ রিপোর্টার : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাতীসমূহের চাষাবাদ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

ময়মনসিংহ সদর উপজেলার কল্যাণপুরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর পরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনার পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

বক্তব্য রাখেন বিনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল মালেক, বিভাগীয় প্রধান ড. ফিরোজ হাসান, ড. শামীমা বেগম, কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও বৈজ্ঞানিক কর্মকর্তা আল আরাফাত তপু।

প্রশিক্ষণ শেষে শতাধিক কৃষক-কৃষানীদের মাঝে বিনা সরিষার বীজ বিতরণ করা হয়।