গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২২ জানুয়ারি/২০২১) স্বজন শিল্পী অনামিকা সরকারের জন্মোৎসব ও সংবর্ধিত করা হয়।
আলোচনা সভা, কেককাটা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন স্বজনরা। প্রথমবারের মতো জন্মোৎসব উপলক্ষে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পী অনামিকা সরকারের এ সংগীতানুষ্ঠান ফেসবুক লাইভে সম্প্রসারণ করা হয়।
গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
বক্তব্য রাখেন গৌরীপুর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, স্বজন আশিকুর রহমান রাজিব, রফিকুল ইসলাম রবি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।