লকডাউনে ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে ৫৭ মামলায় ৬০ হাজার টাকা জরিমাণা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সোমবার লকডাউনের প্রথমদিনে ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৫৭ মামলা হয়েছে। এ সময় ৬০ হাজার ২৫০ টাকা জরিমাণা আদায় করা হয়েছে।

বিভাগীয় শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে পরিচালিত মোবাইল কোর্টে এই মামলা ও জরিমানা আদায় করার পাশাপাশি জনগণকে সতর্ক করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়শা হক জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের প্রথমদিনে বিভাগীয় নগরীতে মাস্ক পরিধান নিশ্চিত করণসহ স্বাস্থ্যবিধি সঠিকভাবে মান্য করতে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৫৭টি মামলা হয়েছে। একই সাথে ৬০ হাজার ২৫০ টাকা জরিমাণা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। অপরদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ, রাজিয়া সুলতানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ নগরীর নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এ সময় মাস্ক না পরিধান করা, স্বাস্থ্যবিধি না মানা এবং অকারনে ঘোরাঘুরির দায়ে ১১ মামলায় ১৭ শত ৫০ টাকা জরিমানা করেন। একই সাথে মাস্ক বিতরণ করে সিটি কর্পোরেশন।