নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতে ৫ তরমুজ ব্যবসায়ীকে মামলা ও ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :

ময়মনসিংহের নান্দাইলে তরমুজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে নান্দাইল নতুন বাজার, বাসস্ট্যান্ড বাজার ও চৌরাস্তা বাজারে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মাহফুজুল হক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী পাঁচটি মামলায় ৫ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সকল পাইকারী ও খুচরা বিক্রেতাকে সতর্ক ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো.মাহফুজুল হক বলেন, অতিরিক্ত দামে তরমুজ বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তরমুজ ব্যাবসায়ীদের এই জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন নান্দাইলবাসীকে ন্যায্যমূল্যে তরমুজ ক্রয় করার পাশাপাশি কোনো ফল বিক্রেতা অতিরিক্ত মূল্যে কিংবা কেজি দরে তরমুজ বিক্রি করলে উপজেলা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।