রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মে ২০, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
সচিবলায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২০ মে/২০২১) মানব বন্ধন হয়েছে।

গৌরীপুর প্রেসকাব আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক এইচএম খায়রুল বাসার। সঞ্চালনা করেন সদস্য সচিব মশিউর রহমান কাউসার।

বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, সাপ্তাহিক সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসকাবের সাবেক সভাপতি কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন আহম্মেদ, বেগ ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সুজিত কুমার দাস, সাদেকুর রহমান সেলিম, আলী হায়দার রবিন, সাংবাদিক তিলক রায় টুলু, শামীম খান, হুমায়ুন কবীর, গৌরীপুর সংবাদপত্র সেবা সংস্থার সভাপতি আছির উদ্দিন চৌধুরী জলিল, সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী, গৌরীপুর রিপোর্টার্স কাবের সাবেক সভাপতি শাহ্ মহসিন মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আরিফ আহম্মেদ, শাহজাহান কবির, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল কাদির, এইচ.টি তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান, আবু সাঈদ প্রমুখ।