মুজিবশত বর্ষে গৌরীপুরে ৬৯০জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
মুজিবশত বর্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (৩০জুন/২০২১) কৃষি অফিস মিলনায়তনে ৬৯০জন কৃষাণ-কৃষাণীর মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিকেআইবি’র সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, উপসহকারী কৃষি অফিসার সুখন রঞ্জন দাস, ফজলুর রহমান আকন্দ, সুমন চন্দ্র সরকার, কলতাপাড়া ব্লকের কৃষাণী নাছিমা আক্তার, কৃষক সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, ২৩০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে দুই কেজি হাইব্রিড বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং ৪৬০জন কৃষাণ-কৃষাণীর প্রত্যেককে পাঁচ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।