নান্দাইলে এক এএসআইয়ের বিরুদ্ধে আপন চাচা-চাচির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১

নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে মোঃ আব্দুল হাদি নামে পুলিশের সহকারী উপ- পরিদর্শক ( এ.এস.আই) এর বিরুদ্ধে জমি দখল সহ অত্যাচার- নির্যাতনের গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আপন চাচা-চাচি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের বাসিন্দা একটি হাই স্কুলের শিক্ষক নূর মোহাম্মদ ভূঁইয়া ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, আব্দুল হাদি পুলিশ প্রশাসনে চাকুরি করায় প্রভাব খাটিয়ে এলাকার অন্যান্যদের নিয়ে আমার পরিবারের উপর বিভিন্ন ভাবে অত্যাচার -নির্যাতন চালিয়ে যাচ্ছেন। বর্তমানে আব্দুল হাদি গাজীপুর মেট্টেপলিটনে চাকুরি করছেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, ইতোমধ্যে আব্দুল হাদি ও তাঁর লোকজন ১৭ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেলে নান্দাইল মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। উপরন্তু আমাদের খুন-জখম সহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে পরিবারটি গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছে বলে অভিযোগ করেন।

এএসআই আব্দুল হাদির বক্তব্যের জন্যে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

ভোক্তভোগী শিক্ষক নূর মোহাম্মদ ভূঁইয়া এ ব্যাপারে উর্দ্ধতন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।