গৌরীপুরে আবারও মাদক মামলায় স্বামী-স্ত্রীকে হাজতবাস

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবন ও মাদক কাবরারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার (২৫ সেপ্টেম্বর/২০২১) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ এর ভ্রাম্যমাণ আদালত স্বামী ও স্ত্রীকে কারাদন্ড দিয়েছে। ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর এ অভিযানে সহযোগিতা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মোঃ নুরুজ্জামান (৫০), ও তার স্ত্রী মোছাঃ সখিনা খাতুন (৪০)। স্বামীকে একবছর কারাদ- ও ২হাজার টাকা অর্থদন্ড ও স্ত্রীকে ৮মাস কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক।


অপরদিকে একই আদালতে গত বুধবার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মো. আব্দুর রশীদের পুত্র মো. আব্দুল মান্নান (৪০) কে একবছর ও ২হাজার টাকা অর্থদন্ড ও তার স্ত্রী মোছাঃ নাসিমা বেগম (৩৫) কে ১ বছর ৪ মাস কারাদন্ড ও ৪হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। সবাইকে হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন ইউএনও অফিসের সিও মো. রইছ উদ্দিন।