নান্দাইলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা-৫, স্বতন্ত্র-৬ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ টি ইউনিয়নের ৫টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এসব ইউনিয়নে বুধবার ( ০৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যানরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়নে মোছাঃ তাসলিমা আক্তার শিউলী (নৌকা), নান্দাইল ইউনিয়নে মো.মোশারফ হোসেন কাজল (আনারস), চন্ডীপাশা ইউনিয়নে মো.শাহাব উদ্দিন ভূঁইয়া (মোটরসাইকেল), গাঙ্গাইল ইউনিয়নে এড. আসাদুজ্জামান নয়ন (আনারস), রাজগাতি ইউনিয়নে মো. ইফতেখার মমতাজ খোকন (আনারস), মুশুলী ইউনিয়নে মো.ইফতেখার উদ্দিন ভূইয়া (নৌকা), সিংরইল ইউনিয়নে সাইফুল ইসলাম (মোটর সাইকেল), আচারগাঁও ইউনিয়নে মো.রফিকুল ইসলাম রেনু (আনারস), শেরপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া (নৌকা),খারুয়া ইউনিয়নে মোহাম্মদ কামরুল হাসনাত ভূঞা মিন্টু (নৌকা) ও জাহাঙ্গীরপুর ইউনিয়নে মো.কামাল উদ্দিন মন্ডল (নৌকা)।

বুধবার রাতে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফখরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।