স্বজন ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলায় আনোয়ারা মান্নান টেক্সটাইল কারখানায় অপু (১৯) নামে এক শ্রমিককে দুষ্টুমি করে পায়ু পথে বাতাস ঢোকায় তারই সহকর্মী। এতে অপুর মৃত্যু হয়। শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রাজুকে (১৫) আটক করেছে।
মৃত অপু মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার পূর্ব শিয়ালদী গ্রামের পলাশের ছেলে। আটক রাজু দিনাজপুরের ফুলবাড়িয়া থানার মাধ্যমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সকালে দুই সহকর্মী কারখানার ফ্লোর পরিষ্কার করার কাজ শুরু করে। পাইপে সজোরে বায়ু প্রয়োগ করে ময়লা পরিষ্কার সময় কারখানার ভেতরে অপু দুষ্টুমির ছলে রাজুর পায়ু দিয়ে বায়ু প্রবাহের চেষ্টা করে। কিন্তু তা প্রতিহত করে রাজু তখন অপুকে ধরে জোর করে তার পায়ু পথে বায়ু প্রবাহের নল দিয়ে বাতাস ঢুকিয়ে দিলে অপু অসুস্থ হয়ে পড়ে।
বিষয়টি কর্তৃপক্ষ জানতে পারলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আটক রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।