মসিকের ঈদ উল আজহার ৫টি পশুহাটে বেচাকেনা শুরু

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) ৫ টি পশুহাট এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর জয়নুল উদ্যান, শিকারীকান্দা, রহমতপুর, সুতিয়াখালী বাজার ও ৩১ নং ওয়ার্ড  কার্যালয় সংলগ্ন এলাকায় পশুহাট পরিচালনা করছে মসিক।
সিটি কর্পোরেশন পরিচালিত এ পশুহাটসমূহে করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিতে হাত ধোয়ার ব্যবস্থা, মাস্ক বিতরণ, সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, জাল টাকা সনাক্তকরণে ব্যাংকের বুথ, সাধারণ চিকিৎসক ও পশু চিকিৎসক, সুপেয় পানি ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে।
হাট প্রস্তুতি প্রসঙ্গে মেয়র মোঃ ইকরামুল হক টিটু জানান, পবিত্র ঈদ উল আজহার কোরবানী পশু ক্রয়কে স্বাচ্ছন্দজনক করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জয়নুল উদ্যানের পশু হাটে গরু দাম অনুযায়ী তিনটি জোনে বিভক্ত করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রতিটি হাটে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারিরা নিয়মিত মনিটরিং করবেন।
এছাড়া তিনি আরও বলেন, কোভিড ১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এসময় সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এসময় তিনি হাটে খুব বেশি মানুষ না নিয়ে যাওয়ার অনুরোধ করেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের এ জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান।
কোবরানী বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মেয়র জানান, কোরবানী বর্জ্য ব্যবস্থাপনায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সিটির ৪৫০ পয়েন্টে পশু কোরবানী করা হবে। অন্যান্য বছরের মত এবারও কোরবানীর ২৪ ঘন্টার মাঝে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন শহর ময়মনসিংহবাসীকে উপহার দেওয়া হবে।
আজ এ হাটসমূহের প্রস্তুতি পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার। এসময় ১২ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, প্রধান রাজস্ব কর্মকর্তা সেঁজুতি ধর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার প্রমুখ উপস্থিত ছিলেন।