ময়মনসিংহে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস- ২০২২, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৭ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উক্ত সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ( প্রশাসন) ডাঃ মোঃ জাকিউল ইসলাম, জেলা আওয়ামিলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরকার রর্বাটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান গণ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।