নান্দাইলে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২

শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল থেকে:

”অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের নান্দাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে
উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভায় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলর,পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম প্রমুখ।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জৈবিক চাষাবাদ পদ্বতি,বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা সহ বিভিন্ন সবজি চাষের পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনীর উপর ২২টি স্টল অংশগ্রহণ করে। এসময় অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উল্লেখ্য,২৭ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে এই কৃষি মেলা।