বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩

স্টাফ রিপোর্টার : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ আসনে নিয়ে গেছেন। সন্ত্রাস, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। এই সময়ে মেট্রোরেলসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছেন। ঠিক এই সময় বিএনপি জামাত চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতকে উৎখাত করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। মঙ্গলবার বিকালে টাউন হল ময়দানে এই আলোচনা সভা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যন, অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, এড ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ,
সভায় ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল সভায় যোগদান করে সভাকে সৌন্দর্য্য বৃদ্ধি করে। সভায় জেলা আওয়ামী যুগলীগ, ছাত্র লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।