গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী গ্রামে রোববার (১৯ ফেব্রুয়ারি-২৩) বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬জন আহত হন। আহতদের মধ্যে সাজ্জাদুল হক (৬৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি পাঁচাশী গ্রামের মৃত তাহির উদ্দিনের পুত্র। মৃত্যুর বিষয়টি এলাকায় ছড়িয়ে গেলে বিক্ষুব্দ এলাকাবাসী ৬টি বাড়ির ৩৪টি ঘর, খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুজ্জামান মজুমদার। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিহতের ছোট ভাই মো. নজরুল ইসলাম জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ^রগঞ্জ আবাসিক প্রকৌশল বিভাগের অধিনে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি স্থাপন কার্যক্রম চলমান আছে। পাঁচাশী গ্রামের খাঁ বাড়ি ও মোড়ল বাড়ির মধ্যে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে রোববার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুল হক (৬৩) মারা যান। এছাড়াও গুরুতর আহত মো. লাল মিয়া মেম্বার (৭০), এনামুল সরকার (৫০), কালা মিয়া (৬০), জুলেখা আক্তার (৪০), শফিকুল ইসলাম (৪৫), জুবায়ের আহমেদ (২০), সোহরাব (৫০), এনামুল হক সরকার (৪৫) চিকিৎসাধীন রয়েছেন।
সাজ্জাদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা খাঁ বাড়ি ও তার আশপাশের প্রায় ৪০ ঘরে ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার জিয়াউর রহমান জানান, তাদের টীম ঘটনাস্থলে রয়েছে ও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।