রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ)থেকেঃ ময়মনসিংহের তারাকান্দায় ৩কিঃমিঃ কাচাঁ সড়কের জন্য, কাজে আসছে না ৩কোটি টাকা ব্যায়ে নির্মিত ২টি ব্রিজ।
জানা গেছে, ময়মনসিংহ – হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা হইতে গেনেরঘাট জেলা বোর্ডের সড়কটি দেশ স্বাধীনের পর থেকে গ্রমীন কাঁচা সড়ক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ২০১৯-২০২০ অর্থবছরে উক্ত কাঁচা সড়কের দাদরা বাজার হইতে শিকারপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায ৮কিঃমিঃ সড়ক এলজিইডি’র আওতায নিয়ে আইডি নাম্বার দেযা হয়।
পরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এর ডিও লেটারের মাধ্যমে এলজিডি বাস্তবায়নে ৮কিঃমিঃ সড়ক পাকা করা হয।কিন্ত ওই সড়কের দাদরা বাজার হইতে বাগুন্দা পর্যন্ত প্রায ৪কিঃমি সড়কের আইডি নাম্বার ভূল হওয়া এলজিইডির আওতা নেওয়া হয়নি। কাকনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান রিপন জানান,মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র ডিও লেটার নিয়ে ওই সড়কের কাচাঁ অংশের আইডি সংশোধন করা হয়।
এদিকে বাগন্দা হইতে পানিহরী পর্যন্ত সড়কে ১কিঃমিঃ সড়ক এলজিইডি বাস্পাতবায়নে পাকা করন হয়।এ সড়কের ৩কিঃমিঃ কাচাঁ সড়কের জন্য ভারী ও হালকা যানবাহন চলাচল করতে পারছে না। ফলে সড়কের ডিমুর খাল ও রাংসা নদীর ওপর ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ২টি ব্রিজ কাজে আসছে না।এলাকাাবাসী জানান,বাগুন্দা গেনেরঘাট সড়কের পানিহরী হিতে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত ৩কিঃমিঃ সড়ক পাকা করন হলে পিক আপ, লড়ী, সিএনজি, অটো রিক্সাসহ হালকা যানবাহন গেনেরঘাট পর্যন্ত যাতায়ত করতে পারবে এবয় খরিচা এ শম্বুগন্জ হয়ে জেলা সদরে প্রবেশ করবে
। এ সড়কের ৩কিঃমিঃ পাকা হলে হালকা হালকা যানবাহন সড়কে চলাচল করলে তারাকান্দা উপজেলা সদরের চাপ কমবে।পাশাপাশি তারাকান্দা বাসস্ট্যান্ডের যানজট লাগব হবে।