ব্রীজের অভাবে দশ গ্রামের মানুষের দূর্ভোগ

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
রফিক বিশ্বাস, তারাকান্দা : ময়মনসিংহের   তারাকান্দায় একটি ব্রীজের অভাবে দশ গ্রামের মানুষ দূর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে,  তারাকান্দা উপজেলার গালাগাঁও এবং রামপুর ইউনিয়নের যোগাযোগের প্রধান মাধ্যম কালিয়ান নদীর উপর ব্রীজ  না থাকায় দশ গ্রামের মানুষের দূর্ভোগ পোহাচ্ছে হচ্ছে।
জানা গেছে,  উপজেলা গালাগাও ইউনিয়নের কালনিকান্দা গ্রামের কালনী নদীর ওপর ব্রীজ না থাকায় চরপাড়, গড়পাড়া,কলোনকান্দা,  গোবিন্দখিলা,ওয়াই,আশ্বিয়া,মেঘাহালা,মারুয়াকান্দীও চাড়িয়া গ্রাম সহ ১০ গ্রামের মানুষ চংনাপাড়া,চাড়িযা ও রাজদারিকেল বাজারে বাশের সাকোঁ দিয়ে পারাপার হচ্ছে। স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে।
দেশ স্বাধীনর পর স্থানীয়রা নৌকা  নদী পাড়ি দিয়ে যাতাযত করতো। পরবর্তীতে আবুল কাশেমওরফে  কাশেম পাগলা এলাকাবাসীর সহায়তায় বাশের সাঁকো  নির্মান করে। আবুল কাশেম,রুহুল আমিন,মোশাররফ হোসেন জানান,দেশ স্বাধীনর পর থেকে নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা ওই নদীতে ব্রীজ নির্মানের আশ্বাস দিলেও ব্রীজ নির্মাণ আর হচ্ছে না।এলাকাবাসীর প্রাণের দাবী ওি নদীর উপর একটি ব্রিজ নির্মাণের।