জাসদের উদ্যোগে সিপাহী জনতার অভ্যুথান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ৩ নভেম্বর জাতীড চার নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল-সংবিধান লংঘণ ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির অবসান ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সংঘটিত ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ নভেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর মদনবাবু রোডস্থ জাসদ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


মহানগর জাসদ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, সহ-সভাপতি রতন সরকার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মহানগর জাসদের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ অঞ্চলের সভাপতি সাংবাদিক শামসুল আলম খান, মহানগর জাসদ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মহানগর জাসদ সাংগঠনিক সম্পাদক পারভেজ শাহনেওয়াজ লিটন।
সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন অবৈধ ক্ষমতা দখল-সংবিধান লংঘন, ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতির অবসান, ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে সংগঠিত ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছিল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় গনতন্ত্র সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম চলছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপি জামাত এর আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা, দেশী-বিদেশী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ বলেন, ১৪ দলের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।