ময়মনসিংহে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ১১

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ ১১ জন আহত হয়েছে। এর মধ্যে ৬ জনই শিশু এবং দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদেরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা(২৫), কোহিনুর (৪০), ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতো আজও ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানের ভেতরে ও আশেপাশে থাকা নারী-শিশুসহ মোট ১১ জন দগ্ধ হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি বিভাগের ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, এলাকাবাসির বারন করার পরেও দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় একটি ঘরের মধ্যে গ্যাস বেলুনের কারখানা পরিচালনা করে আসছিল। গতকাল দুপুরে ওই কারখানায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কারখানার ভেতর আরো কয়েকটি সিলিন্ডার থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।