তারাকান্দায় হতদরিদ্র শ্রমজীবি বিধবার ঘর বিদ্যুতের আলোতে আলোকিত করলেন ইউএনও

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
রফিক বিশ্বাস তারাকান্দা : 
ময়মনসিংহের তারাকান্দায় হতদরিদ্র শ্রমজীবি  বিধবার ঘর  বিদ্যুতের আলোতে আলোকিত করলেন জনবান্ধব ইউএনও।
জানা গেছে. তারকান্দা উপজেলার মধুপুর গ্রামের হতদরিদ্র শ্রমজীবি বিধবা এক নারী৷ দীর্ঘদিন অন্ধকার ঘরে সন্ধ্যায় পরিবারের সদস্য শাশুরী ও ৩ সন্তান নিয়ে  বসবাস করত। আলোর অভাবে সন্তানরা লেখাপড়া করতে  পারত না।
 বিষয়টি তারাকান্দা উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) কে অবগত করলে জনবান্ধব  ইউএনও মিজাবে রহমত  খোজখবর নেন।
 এক পর্যায়ে উপজেলা প্রশাসনের উদ্দোগে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করেন।
১৯ জানুয়ারি বুধবার রাতে ইউএনও মিজাবে রহমতওই বিধবার ঘরে বিদ্যুতের আলোতে আলোকিত করেন। বিধবার  ঘর আলোতে আলোকিত হওয়ায় খুশিতে আত্মহারা শ্রমজীবি মায়ের পরিবারের সকল সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন.উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  জিন্নাত শহীদ পিংকি. উপজেলা  পরিষদের  ভাইস চেয়ারম্যান মোঃ  নজরুল ইসলাম নয়ন,  তারাকান্দা ইউপির চেয়ারম্যান মোঃ খাদেমুল আলম শিশির প্রমুখ