ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : নবিদেপ প্রকল্পের কৈঢারচালা নছর দোকান হয়ে সাগরদিঘী পর্যন্ত আর এইচ ডি জিবি প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে ১০ কিলোঃ ১শ মিটার সড়কের পাকা করনের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় উপজেলা প্রকৌশল অফিস প্রধানমন্ত্রীর ঘোষিত জনগুরুত্বপূর্ন এ সড়কের কার্পেটিং কাজ করিয়েছেন পেভার মেশিনে ।
উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ জানান, পেভার মেশিনে কার্পেটিংএ সড়টি যেমন মসৃন হয়েছে তেমন সড়কটির স্থায়িত্ব ও বেড়েগেছে।
জানাযায়, প্রধানমন্ত্রী ঘোষিত ৮ কোটি ৪০ লাখ ১৫ হাজার ২শ ৫৯ টাকা ব্যায়ে সড়কটির কাজ পায় ঢাকার জনৈক ঢালি কনসট্রাকশন। স্থানীয় এলাকাবাসী সড়কটির গুরুত্ব তুলে ধরে মসৃন ও স্থায়িত্ব বৃদ্বির লক্ষে স্থানীয় প্রকৌশলী বরাবর আবেদন জানালে উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বিষয়টি গুরুত্ব দিয়ে পেভার মেশিনের মাধ্যমে কার্পেটিং কাজ সম্পন্ন করান।
সুসুতি গ্রামের ভেন চালক আঃ রহিম বলেন, এখন আমাদের ভেন চালাতে কষ্ট হয় না। সড়কে ভেন যায় চেলচেলি।
নছর দোকান মোড়ের ব্যাবসায়ী আব্দুল হামিদ বলেন, সাগরদিঘীর ব্যাবসায়ীরা ফুলবাড়িয়া হয়ে ময়মনসিংহ শহরে অনায়াসে মালামাল ক্রয়করে নিয়ে যেতে পারে। এতে সময় একেবারেই কম লাগে।
নবিদেব প্রজেক্টের প্রকৌশলী আশরাফুল আলম কলেন, আমরা পেভার মেশিনে সড়কটির কার্পেটিং কাজ করেছি। এতে সড়কটি মজবুত আর মসৃন হয়েছে।
উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ বলেন, প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ সড়ক নির্মান কাজ শেষ হওয়ায় স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী আজ পূরন হলো।