গফরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইজহাটি গ্রামে মাওলানা আব্দুল্লাহ বাজারে একটি দোকানঘর ও একটি গুদামঘরের নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ্ ব্যাপারে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, মাইজহাটি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে বাসন আলী ও জহিরুল ইসলাম মাইজহাটি মৌজায় মাওলানা আব্দুল্লাহ বাজারে ৫.৮৭ শতাংশ জমি ক্রয় করে। ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর মাহমুদুল হাসান ও জাকির হোসেনের কাছ থেকে তারা সাফ কাওলা দলিলমূলে এই জমি ক্রয় করে। জমির নামখারিজ করে দখলস্বত্ব বুঝে নিয়ে এই জমি তারা ভোগদখল করে আসছে। এই জমিতে বাসন আলী ও জহিরুল ইসলাম দোকানঘর ও গুদামঘর নির্মাণের উদ্যোগ নিলে তাদের প্রতিবেশি পিঝুষ চন্দ্র দেব (৩৭), নাছির উদ্দিন (৪০), সবুজ মিয়া (৪০) ও তাদের লোকজন বাসন আলী ও জহিরুল ইসলামকে এই জমিতে কোন ধরনের নির্মাণ কাজ না করতে নিষেধ করে এবং নির্মাণ কাজ করলে খুন-জখমের হুমকি প্রদান করে। বাসন আলী ও জহিরুল ইসলাম নির্মাণ কাজ শুরু করলে গত ২০ জানুয়ারি বৃহস্পতিবার রাত এগারটার দিকে পিযুষ, নাছির,সবুজ মিয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৩/৪ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণাধীন দোকানঘর ও গুদামঘরে হামলা করে। এ সময় বাসন আলী হামলাকারীদের বাঁধা দিতে চাইলে হামলাকারীরা বাসন আলীকে ধাওয়া দেয়। বাসনআলী প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করে আত্মরক্ষা করে। হামলাকারীরা এ সময় নির্মানাধীন দোকারঘর ও গুদামঘরের ইটের গাথুনি ভেঙে ফেলে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতিমাধন করে।
এ ব্যাপারে পিঝুষ চন্দ্র দেব বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা আছে।

বাসন আলী বলেন, আদালতের রায় তাদের বিপক্ষে গেলে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের দোকানঘর ও গুদামঘরের নির্মাণ কাজে বাঁধা দেয় ও ভাংচুর করে॥
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।