স্বজন ডেস্ক : চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুর সদরের রামপুর ইটভাটা এলাকা হতে ১১ জন মাটিকাটার শ্রমিক চাঁদপুরগামী ট্রলারে উঠেন। বাগাদীর সাহেববাজার মোমিনপুর এলাকা হাজীগঞ্জগামী ১টি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন মোট ১১ জন। পরে ৬ জন সাঁতরে নদীর তীরে উঠনে। এছাড়া ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ৫ জন হলেন- মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।
চাঁদপুর কোষ্টগার্ড ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা মেহেদী জানান, ইকবাল হোসেন-১ নামের বাল্কহেডটি চালাচ্ছিলেন এর মালিক ইকবাল হোসেন নিজেই। তিনি ফরিদগঞ্জের চর হোগলা গ্রামের বাসিন্দা। ডুবে যাওয়া ট্রলারটি খোঁজার চেষ্টা চলছে।